কুমিল্লায় সিএনজি চুরি করার সময় মলমপার্টির ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরাইকৃত একটি সিএনজি জব্দ করেছে। রোববার রাত আড়াই টার সময় জেলার বরুড়া পৌর এলাকার তলাগ্রাম থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন।
জানা যায়, রোববার রাতে বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় সঙ্গীয় এসআই উত্তম কুমার ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন বরুড়া পৌরসভাস্থ তলাগ্রাম এলাকার ভাউয়াল বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একটি সিএনজি দেখতে পেয়ে তল্লাশী চালায়। এ সময় তল্লাশি করে ৬ জনকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, রাসেল, মোসাঃ সেলিনা আক্তার শিল্পী, মোঃ লিটন মিয়া, মোঃ সুমন, মোঃ মারুফ ওরফে আশিক, সুমাইয়া ওরফে শিউলী। তাদের নিকট হতে চোরাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি, নগদ-৪ হাজার ৮৬০ টাকা ও ০৬ পিস মাল্টা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বরুড়ার আগানগর (কাটুলী পাড়া) এলাকার অমূল্য চন্দ্র সরকারের স্ত্রী ফুলন রানী সরকার বাদী হয়ে বরুড়া থানায় মামলা দায়ের করেন।