কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৩, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

দিনাজপুরে বাবাকে হত্যার দায়ে বৈদ্দ কিস্কু (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এবং ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বৈদ্য কিস্কু জেলার বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকার বাসিন্দা তালা কিস্কুর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তালা কিস্কুর প্রথম পক্ষের ছেলে বৈদ্দ কিস্কু। ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যায় তালা কিস্কুর দ্বিতীয় পক্ষ সুমি হাসদারের সঙ্গে কথা কাটাকাটি হয় বৈদ্দ কিস্কুর। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে তাকে মারধর করেন বৈদ্দ। পরে তালা কিস্কু বাসায় এসে মারধরের বিষয়টি জানলে বৈদ্দ কিস্কুর কাছে যান তিনি। কথা কাটাকাটির একপর্যায়ে তালা কিস্কুকেও মারধর শুরু করে বৈদ্দ। এক পর্যায়ে তালা কিস্কুর কোমরে থাকা চাকু বের করে আঘাত করে বৈদ্দ কিস্কু। এতে ঘটনাস্থলেই মারা যান তালা কিস্কু। এ ঘটনায় পরের দিন বাদী হয়ে বোচাগঞ্জ থানায় হত্যা মামলাকরেন সুমি হাসদা ।

রায়ের বিষয়ে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম রবি জানান, বাবকে হত্যার দায়ে আদালত বৈদ্দ কিস্কুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। প্রথম পক্ষের ছেলের সঙ্গে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খুব অল্প সময়ে এ রায় হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি।