কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধা মাকে ব্যাগ হাতে বাসে তুলে দিয়ে বললেন চোখ যেদিকে যায় চলে যাও

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২২, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বেশ কয়েকদিন তিনি দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার রবিউল ইসলাম সুইট নামের এক ব্যক্তির আশ্রয়ে রয়েছেন।

ওই বৃদ্ধা জানায়, জামিল হোসেন নামের তার একমাত্র ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ছেলের চার মেয়ের মধ্যে তিনজনকে বিয়ে দিয়েছে। কয়েকদিন আগে ছেলে ও তার বউ একটি কাপড়ের ব্যাগ হাতে দিয়ে বাসে তুলে দেন। এ সময় তাকে বলেছেন-আর বাসায় ফিরো না, চোখ যেদিকে যায় চলে যাও।

তিনি জানায়, ছেলের কাছে তার মোবাইল নম্বরটি চাইছিলাম। কিন্তু দেয়নি। বাসে ওঠার পর গন্তব্য বলতে না পারায় চালক তাকে হিলি সিপি মোড়ে নামিয়ে দেন।

ওই বৃদ্ধাকে আশ্রয় দেওয়া রবিউল ইসলাম সুইট জানায়, কয়েকদিন আগে হঠাৎ আমার বাসার বারান্দায় ওই বৃদ্ধাকে দেখতে পাই। উনাকে অনেক কথাই জিজ্ঞাস করি কিন্তু তেমন কোনো উত্তর দিতে পারেননি। শুধু বলছেন, তার ছেলে এবং ছেলের বউ বাসা থেকে বের করে দিয়েছে।

আলেয়া নামের এক নারী জানায়, বৃদ্ধাকে দেখে ভদ্র পরিবারের মনে হয়। পরিবারের লোকজন তাকে ঠকিয়েছেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় জানায়, বাড়ির মালিক বিষয়টি আমাকে জানিয়েছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।