কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড গড়লেন তানজিন তিশা!

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৫, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার হাঁকালেন হাফ সেঞ্চুরি। দেশের প্রথম নাট্যাভিনেত্রী হিসেবে এর আগে কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিলেন মেহজাবীন চৌধুরী। তার পরে এ রেকর্ডের মাইলফলক ছুঁলেন তিশা। তার অভিনীত একান্নটি নাটক ইতোমধ্যে কোটি ভিউয়ের ক্লাবে প্রবেশ করেছে।

এমন সাফল্যে উচ্ছ্বসিত তানজিন তিশা জানান, এটা আমার জন্য সত্যি অনেক আনন্দের যে এতগুলো কাজ অনেক দর্শক পর্যন্ত পৌঁছেছে এবং তারা সেগুলো পছন্দ করেছে। আমি চেষ্টা করছি সবাইকে ভালো কাজ উপহার দেওয়ার জন্য।

আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক রয়েছেন তাদের সাপোর্ট না পেলে হয়তো এটা সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সেইসঙ্গে ধন্যবাদ জানাতে চাই এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত সবাইকে।

আরও জানান, আমার কাছে মনে হয় ভিউ একটা সংখ্যা মাত্র। একটা কাজ ভিউ হলো মানে কাজটা অনেক বেশি দর্শক দেখেছে। ভিউ আর মান দুটো আলাদা বিষয়। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে তার মানে দর্শক পছন্দ করেছেন। তবে কাজের ক্ষেত্রে আমি এখন মানটা সবার আগে দেখি।