রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে।
দুজন হলেন- উপজেলা সদর ইউনিয়নের এরশাদ আলীর মেয়ে হিরা খাতুন (২৪) ও তার ভাতিজি মেঘা খাতুন (৮)। তারা দুজনই বাকপ্রতিবন্ধী ছিলেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শুক্রবার সকালে মেঘা পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যান। তাকে বাঁচাতে গেলে তার ফুফু হিরা খাতুনও পড়ে যান। এতে পুকুরের পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানায়, পানিতে ডুবে মৃত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।