কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ইজাজুল হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৩, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ইজাজ হত্যামামলার এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ই জুলাই) সন্ধ্যায় কক্সবাজার সুগন্ধা সি বিচ থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন মূল ঘাতক মো: মহরম মিয়া (২৭) নগরীর উত্তর চর্থা এলাকার মৃত চারু মিয়ার ছেলে, পারভেজ (২৮)নগরীর মুরাদপুর এলাকার মৃত রিপন মিয়ার ছেলে, মো: ইয়াছিন (২৫) সদর উপজেলার বারপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে এবং নগরীর রুবেলের স্ত্রী রুপা আক্তার (২৫)।

কুমিল্লায় ইজাজুল হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এস আই দিবাকর রায় এর নেতৃত্বে কক্সবাজার সুগন্ধা সি বিচ থেকে এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ

উল্লেখ্য যে, গত ২৫ই জুন সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের সামনে মাদক ব্যবসার টাকা পরিশোধ করার কথা বলে শারমিন ইজাজুলকে ফোন দিয়ে ডেকে আনে। ইজাজকে আসার পর শারমিন, রুপা ও রুবেলের সাথে ইজাজুলের বাকবিতন্ড হয়। এক পর্যায়ে আসামী মহরম ও পারভেজ ইজাজুল্কে পায়ে ছুরিকাঘাত করলে ইজাজুল মাটিতে লুটে পড়ে। এই সময় স্থানীয়রা এসে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২৬ই জুন কোতোয়ালি থানায় এজাহার নামায় ৯ জনের নামে মামলা করে।