কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির অফিসার্স এসোসিয়েশনের ৫ সদস্যের নিবার্চন কমিশন গঠন

প্রতিবেদক
CUMILLA PRESS
জুলাই ১৩, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স এসোসিয়েশন নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে পাঁচ সদস্যের নিবার্চন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যনির্বাহী কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশন গত ৫ জুন সাধারণ সভায় অনুমোদন হওয়ায় ৫ সদস্য বিশিষ্ট নিবার্চন কমিশনের গঠনের অনুমোদন দেওয়া হয়।

পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নিবার্চন কমিশনার হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ে উপ-পরিচালক মনিরুল আলম। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার রিজোয়ানা করিম, উপাচার্য অফিসের সহকারী রেজিস্ট্রার এমদাদুল হক, এসেস্ট শাখার সহকারী রেজিস্ট্রার দিলশাদ পারভীন, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) সবুজ বড়ুয়া।

দায়িত্বপ্রাপ্ত প্রধান নিবার্চন কমিশনার মনিরুল আলম বলেন, ‘আমি প্রধান নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছি তা আজকে চিঠির মাধ্যমে জানতে পেরছি, আমার মূল লক্ষ্য একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা, আমরা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সকলেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের আয়োজন করব।’

নির্বাচন কমিশনার এমদাদুল হক বলেন, ‘ পূর্বের মতো সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। আশা করি নির্বাচনের কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারবো।’