স্টাফ রিপোর্টার:
কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান পরিচালনা করে প্রায় ২১ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার(১২ই জুলাই) ভোরে চৌদ্দগ্রাম বাতিসায় এই অভিযান পরিচালনা করা হয়। এইসময় মাদক বহনকারী একটি তেলবাহী ট্রাক জব্দ করে পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।
আসামীরা হলেন বান্দরবন জেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের গুলবানুঝিরি গ্রামের রমজান আলীর ছেলে মো:সোহেল (২২) ও আনোয়ার (২৩), এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার হাতিয়ারঘোনার মৃত কবির আহম্মদের ছেলে নুরুল আলম (২৮) ও নুরুল ফারুক (২৪)
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকের একটি বড় চালান আসার পেয়ে চৌদ্দগ্রাম থানার বাতিসা গোলমানিক দীঘির পশ্চিম পাড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী পাকা রাস্তা কক্সবাজার থেকে আসা লবনবাহী ট্রাক আটক করে তল্লাশির মাধ্যমে ট্রাকের সামনের ঢাকনার ভিতরে চুম্বকের সাহাযে বিশেষ কায়দায় আটকানো অবস্থায় সর্বোমোট ২১,৪৭০ পিস ইয়াবা উদ্ধার করে ৪ জনকে গ্রেফতার করে। এই সময় মাদক বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।
এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান জানান আমাদের কাছে গোপন তথ্য ছিল একটি লবণবাহী ট্রাকে করে মাদকের চালান যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করে।
এই ঘটনায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।