কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘১৭ জুলাইয়ের নির্বাচন নিয়ে প্রস্তুত কুমিল্লা প্রশাসন’

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১০, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দেবিদ্বার পৌরসভা নির্বাচনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইন শৃঙ্খলা ব্যবস্থা সাজানো হচ্ছে। নির্বাচন কমিশন একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের লক্ষ্যে যে যে সহযোগিতা চাইবেন জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সে সব সহযোগিতাই করা হবে বলে জানান জেলা প্রশাসক মোঃ শামীম আলম। এ নিয়ে রোববার জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে বলেও জানায় তিনি।

এদিকে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, প্রতিটি কেন্দ্রকে গুরুত্বের ভিত্তিতে দেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোন বিশৃঙ্খলা হতে দেয়া হবে না।

আগামী ১৭ ই জুলাই কুমিল্লার দেবিদ্বার পৌরসভা, সদর দক্ষিণ উপজেলার জোর কানন ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং সদরের জগন্নাথপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে মেম্বার পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার ২২ বছর পর দেবিদ্দার পৌরসভার প্রথম নির্বাচন নিয়ে সেখানে চলছে টানটান উত্তেজনা। আট মেয়র প্রার্থী সহ সাধারণ ও সংরক্ষিত মিলে ১০২ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। ১৭ ই জুলাই সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণের জন্য ১৪ টি কেন্দ্র ১২৪ টি কক্ষ করা হবে বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে।

নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আরো জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন হবে। সেখানে পুলিশ, বিজিবি, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদের নিজস্ব দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে আচরণবিধি নিয়ে বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, এমন কোন চিত্রই দেখা যায়নি। দেবিদ্বারে খুব সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে প্রতি ওয়ার্ডে একজন করে দায়িত্ব পালন করবেন, প্রয়োজনে আমরা আরো অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করবো।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানিয়েছেন, একটি অবাধ সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমরা সবাই যার যার জায়গায় সচেষ্ট অবস্থান নিয়েছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে – আমরা সবগুলো কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টহল ব্যবস্থা সাজাবো।