ডেস্ক রিপোর্ট:
প্রথম ম্যাচে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে তিন সংস্করণেই বাংলাদেশের জয়-পরাজয়ের পাল্লা উনিশ-বিশ। বরং সীমিত ওভারে বাংলাদেশের চেয়ে তাঁদের বোলিং আক্রমণ এগিয়ে। বিশেষ করে আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বসেরা। জিততে হলে বাংলাদেশকে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির ৩০ ওভার বেশ ভালোভাবে সামলাতে হবে। প্রথম ম্যাচে তাঁরা তিনজনেই ম্যাচের গতিপথ বদলে দিয়েছেন।
প্রথম ওয়ানডেতে ২০.২ ওভারে ১০০ রান তুলেছিল বাংলাদেশ। পরের ২২.৪ ওভারে করে মাত্র ৬৯ রান। ইনিংসের মাঝের ওভারগুলোয় বাংলাদেশের জন্য বেশ কঠিন। আফগানিস্তানের তিন অভিজ্ঞ স্পিনার টানা বোলিং করে গেলেন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও লিটন ছাড়া ভালো স্পিন সামলানোর মতো ব্যাটিং নেই বাংলাদেশের। তাই এই ম্যাচে মাঝের ওভারগুলোয় উইকেট ধরে রেখে খেলতে চায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে এটাই বুঝতে পারেননি লিটন। বলেন, ‘মাঝের ওভারগুলোয় আমরা উইকেট হারিয়েছি। আমরা যারা মিডল ওভারে ব্যাটিং করি, অনেক ব্যাটারই খেলতে পারে না স্পিনে। এমনকি সাকিব ভাইও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন অনেক দিন ধরে, তিনিও কিছুটা স্ট্রাগল করেছেন প্রথম ম্যাচে। আমরাও জানি তাদের মূল অস্ত্রই হচ্ছে স্পিন। মাঝের ওভারে আপনি যতই উইকেট কম দেবেন আপনি ততই খেলায় থাকবেন।’
সিরিজ বাঁচানো ম্যাচ সামনে রেখে গতকাল সকাল সাড়ে ৯টা থেকে কঠোর অনুশীলন করলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। তামিমের জায়গায় দলে অন্তর্ভুক্ত হওয়া রনি তালুকদারও ঝালিয়ে নিলেন নিজেকে। তবে মোহাম্মদ নাঈমকে দেখা গেল একটু বেশি সিরিয়াস। তামিমের জায়গায় ওপেনিংয়ে নাঈমকে দেখা যেতে পারে আজ।