কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

প্রতিবেদক
CUMILLA PRESS
জুলাই ২, ২০২৩ ৪:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

চৌদ্দগ্রাম প্রতিনিধি 
কুমিল্লা চৌদ্দগ্রামে ৫শত বোতল ফেন্সিডিলসহ রাসেদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১লা জুন) রাতে চৌদ্দগ্রাম পৌরসভার ঢাকা  চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী পাকা রাস্তার সামনে  একটি বিশেষ অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রাম থানা পুলিশ রাশেদকে গ্রেফতার করে। এই সময় মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। 
গ্রেফতারকৃত আসামী মো: রাসেদ মিয়া(২৫) সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার আলমখালী গ্রামের মনির হোসেনের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।
পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম পৌরসভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী পাকা রাস্তার সামনে পুলিশ অবস্থান নেয়। এমন সময় তথ্য অনুযায়ী চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে আসলে পুলিশ কাভার্ড ভ্যানটিকে সংকেতের মাধ্যমে থামাতে বলে। তারপর পুলিশ কাভার্ড ভ্যানটিতে তল্লাশি করে ৫শত বোতল ফেন্সিডিল উদ্ধার করে এমন রাসেদকে গ্রেফতার করে।
এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান জানান, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবারে তাকে আদালতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের এমন অভিযান চলমান থাকবে।