নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় কোরবানির গরুর আঘাতে মনু মিয়া নামে একজন অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ মে) ঈদের দিন সকালে দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর
নিহত মনু মিয়া (৫০) দেবিদ্বার উপজেলার মুগিসাইর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। নিহতের পরিবারে এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী আছেন।
নিহত মনু মিয়ার পারিবারিক সূত্রে জানা যায় ‘কোরবানির উদ্দেশ্যে গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিল। আজ সকালে মনু মিয়া ও তার ভাই গরুটি নিয়ে আসার পথে উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে গরুটিকে বাড়িতে নিয়ে আসলে গরুটি আবার তাকে আঘাত করে। দ্বিতীয় বারের আঘাতে অসুস্থ হয়ে পড়লেও গরুটিকে নিয়ে তিনি আবার পুকুরে গোসল করিয়ে আনেন। তার কিছুক্ষন পর বাড়িতে এসে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি’।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, এই ঘটনার কথা শুনার পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এইটা একটা দূর্ঘটনা। পারিবারিক সূত্রে জানা গেছে গরু কোরবানি জন্য নিয়ে আসার সময় গরু উত্তেজিত হয়ে মনু মিয়াকে রাস্তায় আঘাত করে। পরে বাসায় এসে অসুস্থ হয়ে মারা যায়।












