কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ঈদুল আযহার ছুটি ১২ দিন

প্রতিবেদক
CUMILLA PRESS
জুন ১৯, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ২৫ জুন (রবিবার) থেকে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হবে।

সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।

তিনি বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৬ জুলাই ছুটি শেষ হলেও তারপর দু’দিন সাপ্তাহিক ছুটি থাকায় ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।”

বন্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে কিনা এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল ভৌমিক বলেন, “হলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। তবে আমরা একটা মিটিং করে দ্রুতই সিদ্ধান্ত নিবো।”

১২ দিনের ছুটি পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, “একদিকে আমাদের সেমিস্টার শেষ হবে আরেকদিকে ঈদ-উল-আযহা আসতেছে।তাই সেমিস্টারের পর রিফ্রেশমেন্টের জন্য ছুটি দরকার।তারই সাথে নিশ্চিন্তে ইদ উৎযাপন করতে পারব। দীর্ঘদীন বাড়িতে বা বাড়ির মানুষের সাথে দেখা করার সুযোগ হয় না।তাই পরীক্ষার রিফ্রেশমেন্ট ও ইদের ছুটি একসাথে সুন্দর ভাবে কাটাতে পারব।”

উল্লেখ্য, আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ জুন (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়ে থাকে। এদিকে চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৯ জুন দেশে ঈদুল আযহা উদযাপিত হবে।