আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এই বছরও বাংলাদেশ স্কাউটস পুরো দেশ থেকে নির্দিষ্ট সংখ্যক রোভার সদস্যকে পবিত্র হজ্জ ক্যাম্পে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। যাদের কাজ হচ্ছে হজ্জের উদ্দেশ্যে আগত হজ্জ যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা প্রদান করা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপ থেকে এবার এই সুযোগ পেয়েছেন গার্ল-ইন-সিনিয়র রোভারমেট ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ তম আবর্তনের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বিথী।
৮ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (বুধবার) পর্যন্ত ৭ দিন ঢাকার আশকোনার হজ্জ ক্যাম্পে তিনি এই দায়িত্ব পালন করবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট থেকে সুযোগ পাওয়া জাকিয়া সুলতানা বিথী বলেন, ” রোভারের মূল মটো হচ্ছে সেবা। আর একজন মুসলিম হিসেবে হজ্জ্ব যাত্রীদের সেবা প্রদান করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এবং কুমিল্লা জেলা রোভার কে আমাকে এ সুযোগ করে দেওয়ার জন্য।
উল্লেখ্য যে, কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবছর ৮ জন হজ্জ ক্যাম্পে যাওয়ার সুযোগ পেয়েছে। রোভারদের মূলমন্ত্র হচ্ছে সেবা। রোভারের সেই মূলমন্ত্রের সাথে সামঞ্জস্যতা রেখেই কুবি রোভার প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছে।












