কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় কুবির রোভার স্কাউট

প্রতিবেদক
CUMILLA PRESS
জুন ৩, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছের শেষ পরীক্ষা ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরাবরের মতোই ভর্তিচ্ছুদের সহযোগিতায় দায়িত্ব পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট।

রোভার সদস্যরা ভর্তি পরীক্ষাকালীন সময়ে শৃঙ্খলার সাথে সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন কেরছে। পরীক্ষার্থীদের যথাসময়ে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও প্রাথমিক নির্দেশনা দেয়া, রাস্তার জ্যাম রোধে ট্রাফিকের কাজ করাসহ ইত্যাদি স্বেচ্ছাসেবী কাজে তাদের অংশগ্রহণ ছিল স্বতস্ফুর্ত। এ কাজে আজকে ৫০ জন রোভার অংশগ্রহণ করেছে।

রোভার স্কাউট এর সিনিয়র রোভারমেট মাহমুদুল ইসলাম বলেন, ‘আজকে অন্যান্য ইউনিটের চেয়ে বেশি শিক্ষার্থী থাকায় আমাদের একটু বেশি চাপ সামলাতে হয়েছে।আজকে সব কেন্দ্রেই মোটামুটি ভীড় ছিলো। আমাদের কষ্ট হওয়া সত্যেও আমরা সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

তিনি আরও বলেন, ‘আমরা অন্যান্য ইউনিটের সময়ও শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিলাম। আশা করি আজকে শেষ পরীক্ষায়ও আমরা সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকতে পেরে আমরা নিজেরা আনন্দবোধ করছি।