কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভর্তিচ্ছুদের সহায়তায় কুবি পূজা উদযাপন পরিষদ

প্রতিবেদক
CUMILLA PRESS
জুন ৩, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ কে কেন্দ্র করে সহায়তা বুথ স্থাপন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ। গুচ্ছের মোট তিনটি ইউনিটের পরীক্ষাতেই বুথ স্থাপনের মাধ্যমে সহায়তা দিয়েছেন তারা৷

পূজা উদযাপন পরিষদের বুথে সেবা প্রদানকারী শিক্ষার্থী সুস্মিতা পোদ্দার বলেন, আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বুথের ব্যবস্থা করেছি৷ এখানে পরীক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো নিয়ে হলে যেতে পারবে না তা এখানে রাখতে পারবে৷ পাশাপাশি অভিভাবকদের বসার ব্যবস্থাও করা হয়েছে।

এই বুথে সেবা প্রদানকারী আরেক শিক্ষার্থী দীপ চক্রবর্তী বলেন, পূজা উদযাপন পরিষদ সনাতনী শিক্ষার্থীদের সংগঠন হলেও কুবি কেন্দ্রে আসা সকল ভর্তিচ্ছুদের সুবিধায় এখানে ব্যবস্থা নেওয়া হয়৷ ঘড়ি, মোবাইল, অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষার্থীদের বিভিন্ন জিনিস এখানে সাবধানে রাখার ব্যবস্থা করা হয়৷ অভিভাবকদের জন্য চেয়ার, পানি ও গরমের তীব্রতায় ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে৷

তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি৷ আমরা প্রক্টর স্যারকে ধন্যবাদ জানাই বুথ স্থাপনের অনুমতি ও সার্বিক সহযোগিতার জন্য।

পূজা উদযাপন পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন৷ সরস্বতী পূজা, দীপাবলি ও বিশ্ববিদ্যালয়ের নবীন সনাতন শিক্ষার্থীদের বরণসহ আরো অনেক পূজার আয়োজন করে থাকে এই পরিষদ।