কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ছাত্রলীগ ও সাংবাদিক বিবাদের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
CUMILLA PRESS
জুন ১, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: গত সোমবার ছাত্রলীগ নিয়ে ‘কটূক্তি’ করে বিবাদে জড়ান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি গ্রুপ (রেজা-স্বজন)।

এই ঘটনা তদন্তে তিনজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন দেয়ার শেষ সময় আগামী রোববার।

বৃহস্পতিবার (১ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী।

এই প্রাথমিক তদন্ত প্রতিবেদনের দায়িত্ব পাওয়া তিন সহকারী প্রক্টর হলেন- সহকারী প্রক্টর মো. জাহিদুল ইসলাম, আবু ওবায়দা রাহিদ, শারমিন সুলতানা।

তদন্ত প্রতিবেদন দেয়ার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের তিনজনের উপর দায়িত্ব দেয়া হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিব।’

এ ব্যাপারে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘ গত সোমবারের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিতে আমরা তিনজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছি। আগামী রবিবারের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।’

উল্লেখ্য, গত সোমবার ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা মীমাংসিত হতে যাওয়া ঘটনায় দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবাল ওরফে ইকবাল মনোয়ার
“এই বিচার মানি না। আমাদের ডিপার্টমেন্টের ইস্যুতে ছাত্রলীগ কীভাবে আসে দেখে নিবো।” মন্তব্য করেন। যার ফলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি গ্রুপের মধ্যে।