আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: এক সপ্তাহ আগেই সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান, সেই আঘাত নিয়েই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেন চাঁদপুরের মেয়ে জেবুন্নেসা আক্তার ঝুমু। প্লাস্টার করা পা নিয়েই মায়ের সাথে চাঁদপুর থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসেন ঝুমু।
শনিবার গুচ্ছ পদ্ধতিতে “বি” ইউনিটের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লার মোট ১০ টি কেন্দ্রে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মাকে সাথে নিয়ে পরীক্ষা দিতে আসে ঝুমু। এটি তার দ্বিতীয়বারের মত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা।
ঝুমুর কাছ থেকে জানা যায়, গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় পায়ে বেশ আঘাত পান ঝুমু। এতে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয় তাকে। এসময় মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিল ঝুমু। এরই মধ্যে ভর্তি পরীক্ষা সন্নিকটে আসলে শরীরের সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ভর্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু করে ঝুমু। ভর্তি পরীক্ষার দিন মাকে সাথে নিয়ে চলে আসেন পরীক্ষায় অংশগ্রহণ করতে।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঝুমু বলেন, ‘ ভর্তি পরীক্ষার পদ্ধতি খুবই সুশৃঙ্খল ছিল, পাশাপাশি সেচ্ছাসেবীগণ খুব বন্ধুসুলভ ছিল। কেন্দ্র খুঁজে বের করতে, এমনকি পরীক্ষার পরেও তারা আমাকে যেভাবে সহায়তা করেছে তা সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে।’
ঝুমু আরো বলেন, ‘পরীক্ষার আগের কিছুদিন একজন পরীক্ষার্থীর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। এইসময়ে নিজের শারীরিক অবস্থা খারাপ থাকায় প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল সাথে নিজের আত্মবিশ্বাসও কিছুটা কমে গিয়েছিল। তাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আমি খুশি। প্রশ্নের ধরন খুব ভালো ছিল, যদি আরও একটু ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতাম তাহলে ভালো কিছু হতো। পরীক্ষা আলহামদুলিল্লাহ্ ভালোই হয়েছে চান্স পাওয়া নিয়ে আমি আশাবাদী।’












