কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে শ্রেণী প্রতিনিধিদের সঙ্গে উপাচার্যের মত বিনিময় সভা

প্রতিবেদক
CUMILLA PRESS
মে ১৭, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছয় অনুষদ ব্যবসায় প্রশাসন, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, আইন, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক অনুষদের আওতাধীন বিভাগসমূহের সকল ব্যাচের শ্রেণি প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের ছাত্র উপদেষ্টার সাথে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন এর মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে (মঙ্গলবার) এবং ১৭ মে (বুধবার) প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপাচার্য এ. এফ. এম আব্দুল মঈন আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩ উদযাপন এবং কুবি ক্যাম্পাসে একটি জব ফেয়ার আয়োজনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা জব ফেয়ার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এবং তা আয়োজনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালককে একটি কোর কমিটি করে জব ফেয়ার আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরন ও কাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মাননীয় উপাচার্য ইতিমধ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীদেরকে মুখস্ত বিদ্যায় জোর না দিয়ে বাস্তবিক ও প্রয়োগিক জ্ঞান অর্জন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন তিনি।