নিজস্ব প্রতিবেদক: খুলনা-গোপালগঞ্জসহ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সার্বিক অর্থসামাজিক উন্নয়নকে সহযোগিতা করার উদ্দেশ্যে খুলনা-০২ এর সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের সভাপতিত্বে একটি অনুষ্ঠানে “বাংলাদেশ ইমপ্যাক্ট ফান্ড-দক্ষিণ” নামক একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড প্রাতিষ্ঠানিক ফান্ডস (এএএমসিএমএফ) এর প্রেসিডেন্ট ডক্টর হাসান ইমাম। খুলনা চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট কাজী আমিনুল হকের নেতৃত্বে আয়োজিত একটি অনুষ্ঠানে খুলনা অঞ্চলের ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের সাথে মত বিনিময় হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধন দক্ষিণ অঞ্চলের জন্য একটি বিশাল মাইলফলক উল্লেখ করে এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, পদ্মা সেতু বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাড়িয়েছে শুধু তাই নয়, ব্যাপক বাণিজ্য সম্প্রসারণের সুযোগও তৈরি করেছে। সরকার খুলনা-গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাতে স্বাস্থ্যসেবা, কৃষি এবং অবকাঠামোগত ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এই কর্মকান্ডের সঙ্গে বেসরকারি খাতের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের স্ব-স্ব প্রক্রিয়ায় সর্বসাধারনের সেবায় এগিয়ে আসতে হবে। পুঁজিবাজার দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এই উন্নয়নের অংশীদার হতে পারে বলে এমপি শেখ সালাহউদ্দিন মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে ডঃ হাসান ইমাম আঞ্চলিক উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বৃহত্তর খুলনা, গোপালগঞ্জ সহ দক্ষিন জেলা গুলোর উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিনিয়োগকারীদের বলিষ্ঠ রিটার্ন দেয়ার উদ্দেশ্যে “বাংলাদেশ ইমপ্যাক্ট ফান্ড-সাউথ” নামক একটি বিনিয়োগ তহবিল গঠনের ঘোষণা দেন। ফান্ডটি আঞ্চলিক খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সবুজায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক কার্যক্রমের ডিজিটালাইজেশন অর্থায়নে ভূমিকা রাখবে। তহবিলটি ২০২৩ সালে প্রাথমিক ২০০ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে কাজ করবে এবং আগামীতে সাফল্যের সাথে আরও সম্প্রসারিত হতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের পরে পর্যায়ক্রমে উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলেও একই ধরনের “ইমপেক্ট ফান্ড” গঠনের উদ্যোগ নেওয়া হবে এই অঞ্চলগুলোর স্থানীয় চেম্বার অব কমার্স, ব্যবসায়ী এবং নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে। এই ধরনের সময়োপযোগী ফান্ড আগামীতে দেশের, জনগনের এবং একই সাথে পুঁজিবাজারের উন্নয়নেও একটি নতুন মাত্রা সংযোজন করবে বলে ডক্টর হাসান ইমাম আশা ব্যক্ত করেন।