কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোটার‍্যাক্ট ক্লাব অব কুবির উদ্যোগে ইফতার সামগ্রী ও কোরআন শরীফ বিতরণ

প্রতিবেদক
CUMILLA PRESS
এপ্রিল ৮, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :পবিত্র রমজান মাস উপলক্ষে রোটার‍্যাক্ট ক্লাব অফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোগে এতিম শিশুদের মাঝে ৩৫ টি পবিত্র কোরআন শরিফ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ এপ্রিল (শনিবার) রোটারি ক্লাব অব কুমিল্লার সহযোগিতায় দুপুর ১২ টায় ইফতার সামগ্রী ও দেড়টায় কোরাআন শরীফ বিতরণ করা হয়।

বিতরণকালে রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান বিলকিস আরা বেগম বলেন, ‘রোটারি ক্লাবের কাজ হচ্ছে মানবতার কাজে শরিক হওয়া। মানুষের দুঃখ কষ্ট নিজেদের সাথে ভাগ করে নেওয়া। এতিম শিশুদের মাঝে কুরআন শরীফ ও ইফতার সামগ্রী দিয়েছি যাতে তারা কুরআন পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করে।’

এ বিষয়ে রোটারেক্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রোটারেক্টর মারুফ হোসেন সরকার বলেন, ‘এইটা আমাদের একটা মান্থলি প্রজেক্ট। আমরা প্রতিমাসেই চাই এইরকম একটা করে প্রজেক্ট করতে। আমাদের এই প্রজেক্ট গুলোতে সহোযোগিতা করে আমাদের স্পন্সর ক্লাব রোটারি ক্লাব অফ কুমিল্লা। সকলের সহযোগিতায় আজকে আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআন শরীফ ও ইফতার সামগ্রী বিতরণ প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।’

এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন কুবির ছাত্র উপদেষ্টা ড. হাবিবুর রহমান, রোটারি ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি রোটারিয়ান কবির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রোটারিয়ান আহমাদুল্লাহ আসাদি ও সাধারণ সম্পাদক রোটার‍্যাক্টর মোহাম্মদ রাকিবুল ইসলাম।