কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বজিৎ-ওয়াসিমের নেতৃত্বে কুবি’র নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশন

প্রতিবেদক
CUMILLA PRESS
এপ্রিল ৪, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক সংগঠন নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ঠা এপ্রিল) সংগঠনের সাবেক সভাপতি সাআদ ইবনে সাঈদ ও সাধারণ সম্পাদক সজিব সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৮৪ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী বিশ্বজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী ওয়াসিম খান।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন নাহিদ হাসান রাজু ও মিজানুল ইসলাম সজল। যুগ্ম সাধারণ সম্পাদক রনি মন্ডল, জয়,  মাহাবুব হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদে ফারজানা রূপা, তামিম মিয়া, পারভিন খাতুন। অর্থ সম্পাদক হিরা, দপ্তর সম্পাদক সাদির আহমেদ, ক্রিড়া সম্পাদক এমদাদুল হক এবং ছাত্রী বিষয়ক সম্পাদক খাদিজা সহ আরো অনেকে।

উল্লেখ্য, নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।