ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে স্থানীয়রা গৌরীপুর এলাকায় মহাসড়কের ডিভাইডারে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানায়, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় মাথায় আঘাত লেগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।












