কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায় অনুষদের সামনে কুবি ছাত্রদলের সদস্য সংগ্রহ

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৯, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের অভ্যন্তরেই চলছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম।

রবিবার (৯ নভেম্বর) বিবিএ ফ্যাকাল্টির সামনে স্থাপিত বুথে সদস্য সংগ্রহের কার্যক্রম চলেছে।

কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “তরুণ মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়াই ছাত্রদলের লক্ষ্য।”

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “ছাত্রদলকে সুসংগঠিত করতে নতুন সদস্য সংগ্রহ চলছে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে দেশ ও ক্যাম্পাস গঠনে অংশ নিক।”

উল্লেখ্য, শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে গত ৪ নভেম্বর এ কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ও নাজমুচ্ছাকিব।