কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৮, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন (৪৫), আন্দিকোট ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়া (৪০) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুরাদনগর উপজেলার সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাট (৩৫)।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে অভিযান চালিয়ে পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের দৌলবাড়ি এলাকা থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও আন্দিকোট ইউনিয়নের ডালপা এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়াকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। অপরদিকে নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাটকে গেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।