কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ দুই গ্রাম

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৬, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারে চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর দাফন সম্পন্ন করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন। এর আগে চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী নিহতের ঘটনায় চান্দিশকরা ও ফালগুনকরা পুরো গ্রাম এখনো শোকে স্তব্ধ।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মারছা পরিবহনের যাত্রীবাহী বাস ও পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে গিয়ে একই পরিবারের পাঁচজন নিহত হন। গুরুতর আহত হন অন্তত তিন জন।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে দুজন মাইক্রোবাসের যাত্রী এবং অন্যরা বাসের চালক-সহকারী।
নিহতরা হলেন— চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।