কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মনোনয়নবঞ্চিত ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৫, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ (সদর-সিটি করপোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। মনোনয়নকে অবৈধ উল্লেখ করে মশাল মিছিল করেছেন তারা।

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল করেন ইয়াছিনের অনুসারীরা।

এ সময় হাজী আমিন উর রশিদ ইয়াছিনের কর্মী-সমর্থকরা ভাইস্যা আসা নমিনেশন, মানি না মানব না, এই কুমিল্লার মাটি, ইয়াছিন ভাইয়ের ঘাঁটি, সিন্ডিকেটের নমিনেশন, মানি না মানব না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে ইত্যাদি স্লোগান দেন।

মশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দির পাড় পূবালী চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মশাল মিছিল শেষে বিক্ষোভ করেন হাজী ইয়াছিনের কর্মী-সমর্থকরা।

এর আগে গত সোমবার রাতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজী ইয়াছিনের সমর্থকরা।

পরে রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করা হয়। আজ মঙ্গলবার সকালে ফের মহাসড়ক ব্লক করার ঘোষণা দিয়ে রাতে মহাসড়ক ত্যাগ করেন নেতাকর্মীরা। তবে ওই কর্মসূচি পরে স্থগিত করা হয়।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সারা দেশে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

কুমিল্লা-৬ (সদর-সিটি করপোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। এ আসনে মনিরুল হক চৌধুরীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ।