কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নববধূর হাতে মেহেদির রং না মুছতেই প্রাণ হারালেন স্বামী

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ২, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাজমুল হাসান (২৮) নামের এক প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহত নাজমুল ওই উপজেলার এলাহাবাদ গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। তিনি ছিলেন কুয়েত প্রবাসী। প্রায় তিন মাস আগে দেশে ফিরে দেড় মাস আগে বিয়ে করেন। আগামী ১৫ দিনের মধ্যেই তার পুনরায় কুয়েতে ফেরার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিকেলে নাজমুল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বেগমাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছনের কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই জানায়, নাজমুল আজ ময়নামতি ক্যান্টনমেন্ট বাজার থেকে একটি টি-শার্ট কিনে বাড়ি ফিরছিল। কে জানত, সেটাই হবে তার জীবনের শেষ যাত্রা। নববধূর হাতে মেহেদির রং না মুছতেই তিনি প্রাণ হারালেন।

নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, ‘ছেলেকে বিয়ে করিয়ে খুব আনন্দে ছিলাম। সে আনন্দটা রাখল না আমার ছেলে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান জানান, ‘নাজমুলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত কার্ভাড ভ্যান ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিকেল সোয়া ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’