ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা সদর দক্ষিণে অভিযানে ১৫১ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় সালমা আক্তার (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলেখারচর আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে।
আটক সালমা নন্দনপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
আলেখারচর আর্মি ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সালমার কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৪৭ হাজার ১০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় নথিপত্র সম্পন্ন করে আটক নারীকে উদ্ধার করা মালামালসহ সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে যৌথবাহিনীর এমন তৎপরতা স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থাও বৃদ্ধি করেছে।












