কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবদল নেতা আটক

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৯, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৬৬৪পিস ইয়াবা, ২টি মোবাইল, নগদ ২লক্ষ ২১ হাজার ৬’শত ২০ টাকাসহ আবদুর রহিম নামে এক মাদক সম্রাটকে আটক হয়েছে।

গত বুধবার ভোররাতে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প ও চৌদ্দগ্রাম থানা পুলিশের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম উপজেলার কনকাপৈত ইউনিয়ন করপাটি এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত আবদুর রহিম কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং করপাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। মাদক সম্রাট হিসেবে খ্যাত আবদুর রহিমের আটকে কনকাপৈত ও আশেপাশের এলাকায় স্বস্তি নেমে এসেছে । স্থানীয়রা মনে করছেন এতে করে অন্য মাদক ব্যবসায়ীরাও এলাকা ছাড়া হবে এবং মাদকের প্রভাব কমে আসবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম তাকে ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত রহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।