কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৭, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

গাজীপুরে ১৩ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ধর্ষকের শাস্তির দাবি জানান।

শুক্রবার (১৭ অক্টোবর) জুম্মা’র নামাজের পরে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহীদ আব্দুল কাইয়ুম চত্ত্বরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা “ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না”, “আমার বোন ধর্ষিত কেনো, ইন্টারিম জবাব চাই”, “ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে, দিতে হবে, “ধর্ষকের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে; ধর্ষকের কালো হাত, ভোঙে দাও গুড়িয়ে দাও; ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবেনা; ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই” এমন নানা স্লোগান দেন।

ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, একজন মুসলিম পর্দানশীন নারীকে যখন ধর্ষণ করা হয় তখন সুশীল সমাজেরা একটি ফেসবুক পোস্ট পর্যন্ত করেন না। ১৩ বছরের একটি শিশুকে অপহরণ করে টানা তিন দিন ধরে অমানুষিক নির্যাতন চালিয়েছে। আমরা সেই ধর্ষকদের ফাঁসির দাবি জানাই।

রসায়ন বিভাগের শিক্ষার্থী কায়েসুর রহমান বলেন, অপরাধীর কোনো ধর্ম হয় না। ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আন্দোলন করবো। দেশের প্রতিটি নারীর সাথে হওয়া অন্যায়ের বিচার করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মুসলিম হিজাবী নারীর সাথে অন্যায় হলে চুপ থেকে শুধু সিলেক্টিভ আন্দোলন করা যাবে না। সবার জন্যই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। গাজীপুরের শিশুটিকে যে বা যারা ধর্ষণ করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই।