ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর দুই পিলারের মাঝের সুরঙ্গে এ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান দুটো কার্তুজসহ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে দাউদকান্দি মডেল থানায় উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র হস্তান্তর করে যৌথ বাহিনী।
দাউদকান্দি থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মেঘনা গোমতী সেতুর দুই পিলারের মাঝের সুরঙ্গ থেকে একটি দেশীয় পাইপগান, দুটি কার্তুজ, কিছু ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী।
এ সময় যৌথ বাহিনীর আসার সংবাদ পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র মডেল থানায় হস্তান্তর করা হয়।
দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘যৌথ বাহিনীর অস্ত্র ও মাদক উদ্ধার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের খুঁজতে তদন্ত করা হচ্ছে।












