ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা জেলায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে সভার শুরুতে কার্যপত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লার পুলিশ সুপার নজির আহমেদ খান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট কাইউমুল হক রিংকু, অতিরিক্ত পিপি এডভোকেট মোতালেব হোসাইন, জামায়াতে ইসলামীর মহানগর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, এনসিপি মহানগরের যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফ, পরিবহন মালিক সমিতির সভাপতি জামিল খন্দকারসহ জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
সভায় জানানো হয়, গত মাসে কুমিল্লায় চাঁদাবাজি, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদক সংক্রান্ত অপরাধ ও অপমৃত্যুর ঘটনা কিছুটা কমেছে। তবে ডাকাতির সংখ্যা বেড়েছে, আর খুন, ছিনতাই ও চোরাচালানের পরিসংখ্যান পূর্বের মতোই রয়েছে।












