কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মসজিদের সিঁড়িতে সিঁড়ি থেকে প্রবাসীর লাশ উদ্ধার

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১২, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার দেবিদ্বারে নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে দেবিদ্বার থানা পুলিশ বশিরুল ইসলাম নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

বশিরুল ইসলাম (৩৪) উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সম্প্রতি উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুরাতে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখানে দুই মাস থাকার পর অসুস্থ হয়ে দেড় মাস আগে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন।

রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানায়, সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বের হয়ে যায় তার স্বামী। পরে আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করেনি। দুপুরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত স্বামীর লাশ দেখতে পাই।

মসজিদের সভাপতি বলেন, ঈমাম আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি এসে বিষয়টি থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানায়, অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যায় আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।