কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় যুবলীগ নেতা কাজী সুমন সেনাবাহিনীর হাতে আটক

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১২, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার আসামী পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন)কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শনিবার বিকালে আটকের পর ওই যুবলীগ নেতাকে মোহাম্মদপুর থানা হস্তান্তর করেন। কাজী তরিকুল ইসলাম (সুমন) দেবিদ্বার পৌর এলাকার মরহুম কাজী আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। ওই মামলায় পৌর যুবলীগের সহ সভাপতি কাজী তরিকুল ইসলাম (কাজী সুমন) এজহারানমীয় আসামী। হাসিনা দেশ ত্যাগের পর তার দলীয় নেতাকর্মীরাও পালিয়ে যায়।

গত শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় নারী নির্যাতনের এক ঘটনায় সেনাবাহিনীর হাতে ওই যুবলীগ নেতা কাজী সুমন আটক হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই যুবলীগ নেতা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামী। রাতেই বিষয়টি দেবিদ্বার থানা পুলিশকে জানালে শনিবার দিবাগত রাত সাড়ে ৪টায় পুলিশ কাজী সুমনকে দেবিদ্বার থানা নিয়ে আসেন এবং রোববার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে আদালত কাজী সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মোঃ মইনউদ্দিন বলেন, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে কাজী তরিকুল ইসলাম (সুমন) আটক হয়। পরে মোহাম্মদপুর থানায় তাকে হস্তান্তর করলে সেখান থেকে আমরা দেবিদ্বার থানায় নিয়ে এসে রোববার দুপুরে কুমিল্লা কোর্টে প্রেরণ করি। সে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামী।