কুমিল্লারবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুসিকে ১ লাখ ২২ হাজার শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৯, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) এক লাখ ২২ হাজার ৫৫ জন শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা ।

বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মারিয়া পারভীন।

তিনি জানায়, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলমান থাকবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের বিনা মূল্যে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকা প্রদান করা হবে।

এবছর ৪৫টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা এক লাখ ২২ হাজার ৫৫ জন। যার মধ্যে প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী ৮৮ হাজার ৫৫৬ জন। পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের টিকা প্রদান করা হবে। যার সংখ্যা ৩৩ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত ৪২ হাজার ১৯৫ জন টিকার রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার চন্দনা রানীসহ কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।