কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় গাঁজাসহ আটক ২

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৬, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দূর্গাপুরে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ।

উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শান্ত ইসলাম (৩২) শরিয়তপুর জেলার নড়িয়া থানার গোলমাইজ গ্রামের মৃত. নাছির মল্লিকের ছেলে। খোকন মিয়া (৪৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গামের মৃত. আশরাফ মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।