কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কুবি ছাত্রীকে উত্ত্যক্ত করায় আটক ৫ যুবক

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৬, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন ও মো. ফাহিম হোসেন।

জানা গেছে, দুর্গাপূজার ছুটি শেষে গতকাল রবিবার পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ফিরছিলেন ভুক্তভোগী ছাত্রী।

ট্রেনটি মনতলা রেলস্টেশনে এলে আটকরা ছাড়াও আরো কয়েকজন যুবক এসে ভুক্তভোগীর উদ্দেশে করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। তাদের এমন কর্মকাণ্ডে প্রতিবাদ জানালে অভিযুক্তরা গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে কুমিল্লার দূর্গাপুর ইউনিয়নের শাসনগাছা সাকিনস্থ রেলস্টেশনে ট্রেনটি এলে তানভীর হোসেন নাজিম ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী লাকসাম রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

কুমিল্লার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ট্রেনে কিছু ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করেছে— এমন তথ্য পেয়েই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তায় আমরা পাঁচজনকে আটক করি। বিষয়টি যেহেতু ট্রেনে ঘটেছে, তাই লাকসাম রেলওয়ে থানায় অভিযাগ দায়ের করার জন্য বলেছি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গতকাল ট্রেনে এক ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় অভিযোগপত্র দায়ের হয়েছে। এখন বিষয়টি তদন্ত হবে।

সাক্ষী এবং অভিযুক্তদের থেকে শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।