কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৫, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:

শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় প্রশাসনের আয়োজনে ৫অক্টোবর রবিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা নাঙ্গলকোট উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা শিক্ষক ও কর্মচারী ঐক্যজোটের সভাপতি এবং বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছালাহ উদ্দিন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার।

প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ মজুমদার স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, মন্তলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামছুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক,প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালাম, নাঙ্গলকোট উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাহবুবুল হল মজুমদার,বটতলী মাদ্রাসা সুপার মাওলানা শরীফ মো.বেলাল হোসেন, নাঙ্গলকোট মারাসা শিক্ষক পরিষদ সভাপতি মাওলানা খুরশিদ আলম ও চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক প্রমূখ।