ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজয় দশমীর রাতে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলো বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুধাংশু ছেলে সৌরভ দাস (২০) মৃত কুকিল মালাকাল ছেলে শ্রীনির্বাস মালাকার (৬৫)।
আহত ৩ জন হলো, একই গ্রামের জিতেন্দ্র সুমন মামলাকার, অজিত মালাকার, জন্টু মালাকার। তারা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানায়, বিজয়া দশমীতে হয়তো মাদক সেবনের কারণে দুইজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।