কুমিল্লারবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দুলালসহ ১৩ সদস্যের ডাকাত দল গ্রেফতার

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত শাহ আলম দুলাল (৪৮) ও তার সহযোগী ১৩ জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেবিদ্বার থানার ভিংলাবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান।

এর আগে লালমাই থানায় একইদিন দুটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর কুমিল্লা জেলা পুলিশ সমগ্র জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সূত্রে জানা যায়, বাঙ্গরাবাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশি টহল জোরদার হওয়ায় তারা দেবিদ্বারের উদ্দেশ্যে কালো রঙের হাইচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৭১৯৭) নিয়ে রওনা দেয়।

রাত ৪টার দিকে তাদের গাড়ি মহাসড়কে চেকপোস্টে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা গাড়ির দরজা ও কাচ ভেঙে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযানে সবাইকে গ্রেফতার করা হয়।

এসময় মাইক্রোবাসসহ কাটার প্লাস, কুড়াল, স্টিলের রড, চেনি, দা, চাপাতি, চেইন, ব্যাগ, প্লাস্টিকের বস্তা এবং ১১টি মোবাইল ফোন জব্দকৃত অস্ত্র করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে- দুলালের বিরুদ্ধে ২৬টি, মনিরের বিরুদ্ধে ২১টি, সুমনের বিরুদ্ধে ১৩টি, সোহেলের বিরুদ্ধে ১৫টি, খোকনের বিরুদ্ধে ৯টি ও আল আমিনের (বুড়িচং) বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা লালমাইয়ে সাম্প্রতিক ৩টি, বরুড়ায় ১টি ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১টি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত সকলকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।