কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় নানাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার তিতাসে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে তানভীর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রাম সংলগ্ন কাঁঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে তানভীর হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে বারকাউনিয়া গ্রামের বাইতুন সামাদ জামে মসজিদের পাশে নদীর তীরে তার একটি জুতা পাওয়া যায়। এতে পরিবারের লোকজন নিশ্চিত হন যে সে পানিতে পড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি দলের জন্য অপেক্ষা করতে থাকে। পরে স্থানীয়রা বারকাউনিয়া গ্রামের ব্যাপারীর বাড়ি ব্রিজ সংলগ্ন বটগাছের পাশ থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তানভীরকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর কুমিল্লা শহরের কাপ্তান বাজার এলাকার রুবেল হোসেনের ছেলে। গতকাল সে তার নানা মালু মিয়ার বাড়ি তিতাসের বারকাউনিয়া গ্রামে বেড়াতে আসে।