কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে গাড়ির চাপায় প্রাণ গেল যুবকের

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার বুড়িচং উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় কামরুল হাসান রানা (২৫) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পারুয়ারা দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন।

দেশে এসে তিনি কুমিল্লা আলেখারচর বিশ্বরোডের হাইওয়ে ইন হোটেলে চাকরি নেন। এরই মধ্যে তিনি ফিজি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন এবং ভিসা হাতে পেয়েছিলেন। শিগগিরই তার বিদেশ যাওয়ার কথা ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে রানা মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পারুয়ারা দাখিল মাদরাসার সামনে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. ইকবাল বাহার জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘাতক গাড়ি শনাক্তে চেষ্টা চলছে।