কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লালমাইয়ে অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার সময় সড়কে ঝরল পুলিশ সদস্যের প্রাণ

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি কুমিল্লার লালমাই থানায় কর্মরত ছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা বাগমারা-মগবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তার একটি ছেলে ও মেয়েসন্তান রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেনের একটি হাত ভেঙে যায়। বিষয়টি জানতে পেরে রিয়াজ ছুটি নিয়ে গতকাল শনিবার রাত ১১টার পর নিজের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। কর্মস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান।

মাথায় হেলমেট পরা থাকলেও সড়কের পাশে একটি পিলারে আঘাত লাগায় তার থুতনি ফেটে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বেলাল হোসেন জানান, ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠাল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ছুটি নিয়ে পুলিশের কনস্টেবল রিয়াজ উদ্দিন বাড়ি যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমরা তার মাগফেরাত কামনা করছি।

২০১৩ সালের ২৯ মার্চ তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত ১৫ আগস্ট লালমাই থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মভার গ্রহণের আগে তিনি সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।