ডেস্ক রিপোর্ট:
ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে গণপিটুনিতে মনছুর আহম্মদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মনছুর নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কাজির ঘাটলা গ্রামের সুলতান আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় কবিরের সিএনজি গ্যারেজে অজ্ঞাত ব্যক্তিকে দেখে আটক করেন এলাকাবাসী। পরে চোর সন্দেহে তাকে মারধর করে পাশের জমিতে ফেলে রাখা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে গ্রাম পুলিশ খবর দিলে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












