আকাশ আল মামুন, কুবি:
সৃজনশীলতা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পর্দা নামলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সংগঠন ল-ক্লিনিক কতৃক আয়োজিত ল-ফেস্ট।
বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ল-ফেস্ট।
জানা যায়, এর সকল আয়োজনের মধ্যে ছিলো ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্ট‚ মুটিং ও লিগ্যাল ডিবেট কম্পিটিশন‚ সংবিধান বিষয়ক সেমিনার ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
এ বিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মুর্শেদ কাজেম বলেন‚ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ল’ ক্লিনিকের উদ্যোগে আয়োজিত এই “ল’ ফেস্ট” বিভাগের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের এক অনন্য উপলক্ষ। এই আয়োজন শুধু আমাদের শিক্ষার্থীদের আইনশাস্ত্রের জ্ঞান, সৃজনশীলতা ও মেধার প্রকাশের একটি প্ল্যাটফর্মই নয়; এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা এবং পেশাদারিত্ব গড়ে তোলার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’
তিনি আরও বলেন‚ ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনা এবং সকল সহযোগীদের অক্লান্ত প্রচেষ্টায় এই আয়োজন সফল হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই উৎসব তরুণ আইনবিদদের আত্মবিশ্বাসী করবে, তাদের জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতামূলক হয়ে উঠতে উৎসাহিত করবে। আমি সকল শিক্ষার্থী, শিক্ষক সহ ল’ ক্লিনিক কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’












