মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগরে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন হলদে পাখিদের দিনব্যাপী টেস্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মুরাদনগর উপজেলা শাখার আয়োজনে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ১০টি স্কুলের ১২ জন করে মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, চাপিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুপ্রিয়া ভৌমিক প্রমুখ।
বক্তারা বলেন, গার্লস গাইড কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। টেস্ট কার্ডের মতো প্রশিক্ষণ তাদের বাস্তবমুখী শিক্ষা আরও সমৃদ্ধ করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বড়ইয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, উপজেলা গার্লস গাইডের ইয়াসমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস জেবু, সাংবাদিক ও শিক্ষক বেলাল উদ্দিন আহমদ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হলদে পাখি কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক নুরুন্নাহার বেগম। দীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে বেইজ ও পোশাক বিতরণ করা হয়, যাতে তারা এ কার্যক্রমের অংশ হিসেবে নিজেদের পরিচিতি লাভ করতে পারে। পাশাপাশি নিজেদের মধ্যে একাত্মতা ও শৃঙ্খলাবোধ তৈরি করতে পারে।












