কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষতি

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই দোকান মালিক।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা পুরাতন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে হঠাৎ করে দোকানের ভিতরে আগুন জ্বলতে দেখা যায়। মহূর্তেই দোকানে থাকা মুরগি, কাঁচামাল, ডেকোরেটর ও সেনেটারির মালামালসহ জেনারেটর মেশিনে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে থাকা নগদ ২ লক্ষ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পার্শ্ববর্তী সবজি দোকানদার তোফাজ্জল হোসেন জানান, মাঝরাতে খবর পেয়ে আমরা দৌড়ে বাজারে আসি। সবার সহযোগিতায় অল্পের জন্য আমার দোকানটি রক্ষা পায়। আমার দোকানে আগুন লাগলে আরো কয়েকটি দোকান পুড়ে যেত।

দোকান মালিক আব্দুল কাদির জানান, অন্যান্য দিনের মতো ঘটনার দিন রাতে মালপত্র গুছিয়ে দোকান তালাবদ্ধ করে কর্মচারীসহ আমরা সবাই বাড়িতে চলে যাই। দোকানে কেউ ছিলো না। রাত সাড়ে ১২ টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে দোকানে আগুন লাগার সংবাদ পাই। কোথা থেকে আগুন লেগেছে আমার ধারণার বাইরে। দোকানে নগদ ২ লাখ টাকার মত ছিল। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।