কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব’র নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) সংগঠন ‘কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব’র ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিএসই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. হারিস উদ্দিন।

রবিবার (৭ সেপ্টেম্বর) সাবেক সভাপতি মো. কায়েছুর রহমান ও সেক্রেটারি মো. মাহবুব আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা যায়।

সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিউল ইসলাম। এ ছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে ফাহিম মুনতাসির নাহিদ‚ অর্থ সম্পাদক হিসেবে খালিদ হাসান মায়াজ‚ সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মুজাহিদুল ইসলাম‚ দাওয়াহ সম্পাদক হিসেবে মোহাম্মদ ইব্রাহিম‚ প্রচার সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম এবং স্পোর্টস সম্পাদক হিসেবে পারভেজ শিমুল মনোনীত হয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকছেন: শিব্বির আহমেদ (আর্কিওলজি-১৫)‚ অনিক জায়ান (ফিন্যান্স-১৫)‚ মাহমুদুল ইসলাম শাকের (পাবলিকএড-১৬)‚ ফারুক নাহিয়ান (পদার্থবিজ্ঞান-১৭)‚ কাজী শামসুল আরেফিন সাবিত (ম্যানেজমেন্ট-১৭), নাঈম উদ্দিন (পদার্থবিজ্ঞান-১৭), মো. রায়হানুল বারী রাসেল (ইংরেজি-১৮), আব্দুল্লাহ আল নোমান (গণিত-১৮), মঈন উদ্দিন (ইংরেজি-১৮) মো. ইমন আহমেদ ইয়ামিন (মার্কেটিং-১৮), সাদিকুর রহমান (ইংরেজি-১৮), মুতাসিম বিল্লাহ (পাবলিকএড-১৮) এবং কাজী মাহমুদুর রহমান নাহিদ (গণিত-১৮)।

এ বিষয়ে সভাপতি রিফাতুল ইসলাম জানান‚ ‘এটি একটি কালচারাল ও বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই ক্লাবের মূল উদ্দেশ্য হলো মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ইসলামি চেতনা, নৈতিক মূল্যবোধ ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানো। আমরা বিশ্বাস করি, জ্ঞান ও সংস্কৃতির সুষম সমন্বয় শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’

তিনি আরও বলেন ‘ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের চরিত্র গঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে। আমাদের লক্ষ্য হলো ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়ে তোলা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করা।’

উল্লেখ্য‚ আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।