কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশন ফল প্রকাশ, ১৫ সেপ্টেম্বর ক্লাস শুরু

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রমের শেষ ধাপ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) শেষ ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে দেশের কলেজগুলো আবেদন পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে।

একাদশ শ্রেণির ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজগুলোকে পোর্টালে লগইন করে বাম পাশের মেনু থেকে ‘Download Reports’ অপশনে ক্লিক করে তালিকা ডাউনলোড করতে হবে।

এদিকে, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

এর আগে, তৃতীয় ধাপের ভর্তির ফল প্রকাশিত হয়। তবে এ ধাপেও ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হননি। তাদের মধ্যে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন।